Voice Change-1
শুরুতে একটা কথা বলে রাখতে চাই, বিভিন্ন প্রতিযোগীতামূলক
Voice এর প্রাথমিক ধারণা আলোচিত হল:-
Active থেকে Passive এ রূপান্তরের নিয়মগুলো জানার পূর্বে Sentence এর বিভিন্ন উপাদান সম্পর্কে একটু ধারনা লাভ করা যাক :-
→ He reads a book.
● Sentence টিতে Read হলো Verb. এর কাছে যদি প্রশ্ন করা হয় - কে পড়ে? উত্তর আসে - He. এখানে He হলো Subject.
● আবার যদি প্রশ্ন করা হয় - কি পড়ে? উত্তর আসে a book. এই a book হলো Object.
সুতরাং,
▶ Verb এর কাছে কে বা কারা প্রশ্নের উত্তরে Subject ।
▶ কী/কাকে/কাদের প্রশ্নের উত্তরে Object পাওয়া যায়।
কিছু_Sentence এ আবার দুটি Object থাকে।
যেমনঃ
• He teaches us English.
▶ কাদের শিখায়? উওর আসে Us । যা প্রাণিবাচক Object.
▶ কী শেখায়? উওর আসে English । যা বস্তুবাচক Object.
এবার নিচের Sentence টি Active থেকে Passive এ রূপান্তরের প্রক্রিয়াটি লক্ষ্য করা যাক:-
He_Writ
Active:- He writes a letter
↓ ↓ ↓
sub verb obj
Sentence টি ভালো করে লক্ষ্য করুন, এই বাক্যটিকে Passive করতে হলে, প্রথমে উপরের Active Voice এর object টিকে Passive voice এর Subject হিসাবে বসাতে হবে।
অর্থাৎ Passive = A letter....
Active Voice টি Present indefinite Tense হলে passive voice এর Auxiliary Verb am/is/are বসে।
সুতরাং Auxiliary Verb টি হবে is.
এতটুকুতে Passive হলো:- A letter is...
সকল passive voice এ main verb এর past participle form ব্যবহার করা হয়।সুতরাং main verb "write" এর past participle হলো written.
সুতরাং এতটুকুতে passive voice টি হলো = A letter is written. ....
নিয়ম অনুসারে by যোগ করতে হবে। অনেক ক্ষেত্রেই by ব্যাতীত অন্য preposition যেমনঃ with, to, at, on প্রভৃতি ও ব্যবহার করা হয়। সুতরাং এতটুকুতে passive voice টি হলো
= A letter is written by.......
সর্বশেষ Active voice এর subject "He" passive voice এ Object রূপটি বসবে অর্থাৎ He = Him. সুতরাং এতটুকুতে passive voice টি হয়:-
• A letter is written by him.
অতএব,
• He writes a letter (active) (1)
• A letter is written by him. (passive) (2)
প্রদত্ত Active voice টি present indefinite. এই Tense এর কোন Auxiliary Verb নেই। কিন্তু (2) প্রক্রিয়ায় লক্ষ্যণীয় Passive voice এ Tense এর Auxiliary Verb হিসাবে is হয়েছে।
সুতরাং কোন্ Tense এর passive এর Auxiliary Verb কী, তা অবশ্যই জানতে হবে ........ এর জন্য নিম্নের রুলস 01 এ আলোচনা করবো।
আবার (2) নং প্রক্রিয়ায় দেখা গেল যে, Active voice এর Pronoun "He", passive voice এর object "Him" এ রূপান্তরিত হয়েছে।
সুতরাং Active voice এর Pronoun কিরূপ passive voice এর object এ রূপান্তরিত করতে হয় তাও অবশ্যই আমাদের জানতে হবে......এর জন্য নিম্নের 02 রুলসে আলোচনা করবো।