Voice Change-3
প্রথমেই বলে রাখি এই পর্বের রুলসগুলো খুবই গুরুত্বপূর্ণ।বি
Rule_3:- Active Voice এর it, this, that এবং কোন ব্যক্তি বা বস্তুর নাম প্রভৃতি Passive Voice এ অপরিবর্তিত থাকবে।
উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করছি :-
যেমনঃ
• It stores honey in the hive. (act)Sentence টি ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাই Active voice এর Subject টি "it" আছে। এবং উক্ত পুরো বাক্যটিতে কোন Auxiliary Verb না থাকায় আমরা একে Present indefinite Tense হিসেবে গণ্য করে Passive করতে হবে তারমানে হলো present indefinite Tense কে Passive করতে Auxiliary Verb am/is /are বসে এবং মূল Verb এর past participle form হয়। সুতরাং এতটুকুতে passive করলে হয়:-
Honey is stored in the hive....
সুতরাং শর্তমতে বলতে পারি এই "it" Passive voice এ By যোগে Object হবে ঠিক কিন্তু কোন পরিবর্তন হবে না। অর্থাৎ "it" অপরিবর্তিত থাকবে। অর্থাৎ ...by it.
সুতরাং পুরো Passive voice টি কি হলো দেখে নেওয়া যাক :-
• Honey is stored in the hive by it. (pass)
আরো একটি উদাহরণ দিয়ে বিষয়টি আরো ক্লিয়ার করার চেষ্টা করি:-
যেমনঃ
• Sahed is Reading Newspaper.(act)
Sentence টি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাই Active voice এর Subject " Sahed" অর্থাৎ ব্যক্তির নাম। সুতরাং রুলসের শর্ত মতে এই নাম অপরিবর্তিত থাকবে। আরো লক্ষ্য করি বাক্যটিতে Auxiliary Verb "is" থাকায় আমরা এই বাক্যটিকে Present continuous tense হিসাবে ধরে কাজ করতে হবে।এই Tense এর passive করতে Auxiliary Verb "is" এর being বসবে এবং Main verb এর past participle form তো সবসময়ই হবে তারপর By যোগে Object "Sahed" অপরিবর্তিত থাকবে। সুতরাং আমরা passive voice টি কি পেলাম দেখে নেওয়া যাক :-
• Newspaper is being read by Sahed. (pass)
Rule_4:- Can, could, may, might, should, would, ought to, going to, যুক্ত Active Voice কে Passive করতে হলে
এদের পর Be + Main verb এর Past participle form ব্যবহার করা হয়।
উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করছি :-
যেমনঃ
• The government should take care of them. (act)
এখন Sentence টি ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাই রুলসে যে শর্ত দিলো তার একটি "Should" পেলাম। তাহলে আমরা এটা সেটা চিন্তা না করে Should এর পর Be বসিয়ে ও main verb এর past participle form ব্যবহার করে বাকি কাজটা Passive এর নিয়মে করলে কিন্তু আমাদের দায়িত্ব শেষ।
তাহলে দেখা যাক passive voice টি কি হলো :-
• They government should be taken care of by the government. (pass)
Rule_5:- দুটি Object যুক্ত Active voice কে Passive voice এ রূপান্তরিত করতে হলে,
দুটি Object এর মধ্যে যেকোনো একটিকে Subject করা যায়। এক্ষেত্রে ব্যক্তিবাচক Object টিকে Subject করা যুক্তিযুক্ত।
উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার করি :-
যেমনঃ
• Sahed sent me a massage. (act)
Sentence টি ভালো করে লক্ষ্য করুন উক্ত Sentence টিতে verb এর past form হওয়ায় বলা যায় এটি past indefinite Tense সুতরাং এই Tense কে Passive করতে Auxiliary Verb was/were এবং Main verb এর Past participle form তো সবসময়ই হবে।
এখন মূল বিষয়টা খেয়াল করুন, বাক্যটিতে "Me" এবং "A massage" দুটি Object আছে। এই বাক্যটিকে যথারীতি Passive দুই নিয়মে করা যাবে।অর্থাৎ একবার "Me" object টি Subject ধরে আবার "A massage" কেও Subject ধরে।তবে ব্যক্তিবাচক (Me = I) ধরে করাই উচিত।
তাহলে দেখুন passive voice টি কি হলো :-
• I was sent a message by Sahed.
অথবা
• A massage was sent me by Sahed.
বাক্য দুটি শুদ্ধ তবে মানদন্ডের বিচারে প্রথমটাই অতিউত্তম Passive.
আরো একটা উদাহরণ দেই :-
যেমনঃ
• I gave him a pen. (act)
এই এই বাক্যটিও past indefinite এবং object দুটি "him" ও "a pen"
নিয়ম অনুসারে passive করতে হবে :-
• He was given a pen by me.
অথবা
• A pen was given to him by me.
আরো ক্লিয়ার করছি আরেকটা উদাহরণ দিয়ে:-
যেমনঃ
• They handed him a leaflet. (act)
নিয়ম অনুসারে কাজ করতে হবে :-
• He was handed a leaflet by them.
অথবা
• A leaflet was handed him by them.