নতুনদের জন্য ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটির ‘ইয়ং প্রফেশনাল প্রোগ্রামে’-এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.০০ থাকতে হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। এ ছাড়া বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তদের এক বছরের ট্রেনিংকালীন সময়ে প্রতিমাসে ৪৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। এক বছরের ট্রেনিং সফলভাবে শেষ হলে নিয়োগপ্রাপ্তদের ‘সিনিয়র অফিসার’ পদে উন্নীত করা হবে। ব্যাংকের বেতন কাঠামো অনুযায়ী উক্ত পদে বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে সম্প্রতি তোলা পাসপোর্ট আকৃতির ছবি ও জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার সুযোগ থাকছে ৩১ মার্চ, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত দৈনিক প্রথম আলোয় ৪ মার্চ, ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখুন-
No comments:
Post a Comment