আপনার COMPUTER এর ওয়েলকাম স্ক্রিন পরিবর্তন KORUN

আসসালামু আলাইকুম আশাকরি সবাই ভালো আছেন।এ পর্বে আপনাদের জন্য রয়েছে,
কিভাবে আপনার COMPUTER এর ওয়েলকাম স্ক্রিন message পরিবর্তন করবেন।
 তো চলুন শুরু করা যাক।এই কাজটি বেশি কঠিন নয়।এর জন্য আপনি প্রথমে COMPUTER এর START বাটনে ক্লিক করুন।এরপর RUN এ ক্লিক করুন। এরপর RUN BOX এ REGEDIT লিখে এন্টার দিন।
এরপর HEKY_LOCAL_MACHIN এ যান। তারপর Software এ যান।
তারপর Microsoft এ যান। তারপর Windows NT এ যান।
তারপর Current Version এ যান।
তারপর Winlogon এ ক্লিক করুন।
এবার ডান দিক থেকে LegalNoticeCaption এ ডাবল ক্লিক করুন এবং মেসেজ এর Caption যা হবে তা টাইপ করুন।
এবার ডান দিক থেকে LegalNoticeText এ ডাবল ক্লিক করুন।
আপনি কি মেসেজ দেখতে চান তা এর মধ্যে টাইপ করুন।
এবার আপনার COMPUTER কে Restart করুন। এইতো কাজ শেষ।
এবার আপনার COMPUTER ওপেন হলে আপনার দেওয়া message টি উপভোগ করুন।

No comments:

Post a Comment