English Basic(Voice-1)



                                                           Voice Change-1
শুরুতে একটা কথা বলে রাখতে চাই, বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষায় Transformation of sentences নামক Topic থেকে যে পাঁচটি প্রশ্ন হয় তার মধ্যে Voice Change সংক্রান্ত প্রশ্ন থাকে সাধারণত একটি। অন্যান্য অংশের মতো এ অংশেও ডিটেইলস আলোচনা করবো। এই অধ্যায়ে যতটুকু জানলে আমাদের পুরোপুরি ধারনা জন্ম নিবে ঠিক ততটুকু আলোচনা করবো। এখন নিষ্প্রয়োজনীয় কথা না বলে প্রয়োজনীয় কথা বলি :-
Voice এর প্রাথমিক ধারণা আলোচিত হল:-
Active থেকে Passive এ রূপান্তরের নিয়মগুলো জানার পূর্বে Sentence এর বিভিন্ন উপাদান সম্পর্কে একটু ধারনা লাভ করা যাক :-
→ He reads a book.
● Sentence টিতে Read হলো Verb. এর কাছে যদি প্রশ্ন করা হয় - কে পড়ে? উত্তর আসে - He. এখানে He হলো Subject.
● আবার যদি প্রশ্ন করা হয় - কি পড়ে? উত্তর আসে a book. এই a book হলো Object.
সুতরাং,
▶ Verb এর কাছে কে বা কারা প্রশ্নের উত্তরে Subject ।
▶ কী/কাকে/কাদের প্রশ্নের উত্তরে Object পাওয়া যায়।
কিছু_Sentence এ আবার দুটি Object থাকে।
যেমনঃ
• He teaches us English.
▶ কাদের শিখায়? উওর আসে Us । যা প্রাণিবাচক Object.
▶ কী শেখায়? উওর আসে English । যা বস্তুবাচক Object.
এবার নিচের Sentence টি Active থেকে Passive এ রূপান্তরের প্রক্রিয়াটি লক্ষ্য করা যাক:-
He_Writes_a_letter
Active:- He writes a letter
↓ ↓ ↓
sub verb obj
Sentence টি ভালো করে লক্ষ্য করুন, এই বাক্যটিকে Passive করতে হলে, প্রথমে উপরের Active Voice এর object টিকে Passive voice এর Subject হিসাবে বসাতে হবে।
অর্থাৎ Passive = A letter....
Active Voice টি Present indefinite Tense হলে passive voice এর Auxiliary Verb am/is/are বসে।
সুতরাং Auxiliary Verb টি হবে is.
এতটুকুতে Passive হলো:- A letter is...
সকল passive voice এ main verb এর past participle form ব্যবহার করা হয়।সুতরাং main verb "write" এর past participle হলো written.
সুতরাং এতটুকুতে passive voice টি হলো = A letter is written. ....
নিয়ম অনুসারে by যোগ করতে হবে। অনেক ক্ষেত্রেই by ব্যাতীত অন্য preposition যেমনঃ with, to, at, on প্রভৃতি ও ব্যবহার করা হয়। সুতরাং এতটুকুতে passive voice টি হলো
= A letter is written by.......
সর্বশেষ Active voice এর subject "He" passive voice এ Object রূপটি বসবে অর্থাৎ He = Him. সুতরাং এতটুকুতে passive voice টি হয়:-
• A letter is written by him.
অতএব,
• He writes a letter (active) (1)
• A letter is written by him. (passive) (2)
প্রদত্ত Active voice টি present indefinite. এই Tense এর কোন Auxiliary Verb নেই। কিন্তু (2) প্রক্রিয়ায় লক্ষ্যণীয় Passive voice এ Tense এর Auxiliary Verb হিসাবে is হয়েছে।
সুতরাং কোন্ Tense এর passive এর Auxiliary Verb কী, তা অবশ্যই জানতে হবে ........ এর জন্য নিম্নের রুলস 01 এ আলোচনা করবো।
আবার (2) নং প্রক্রিয়ায় দেখা গেল যে, Active voice এর Pronoun "He", passive voice এর object "Him" এ রূপান্তরিত হয়েছে।
সুতরাং Active voice এর Pronoun কিরূপ passive voice এর object এ রূপান্তরিত করতে হয় তাও অবশ্যই আমাদের জানতে হবে......এর জন্য নিম্নের 02 রুলসে আলোচনা করবো।