English Basic Touch (Voice-2)



                             Voice Change-2
শুরুতে বলে রাখতে চাই গতকালের পর্ব 01 এর প্রাথমিক আলোচনা মধ্যে দুটি রুলসের মাধ্যমে মূল ব্যাখ্যায় যাবো বলছি। এখন অযথা নিষ্প্রয়োজনীয় কথা না বলে প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করি :-
Rules of Changing
Active to Passive.
অথবা
Passive to Active

Rule_1:-
কোন্ Tense এর Passive এর Auxiliary Verb কী হবে নিম্নে তা দেখানো হলো:-
Present_indefinite_Tense:-
→ Active voice এর Auxiliary Verb নেই। Subject 3rd person singular number হলে verb এর সাথে s বা es হবে।
এটি Passive করতে Auxiliary Verb am/is/are হয়।
Present_Continuous_Tense:-
→ Active voice এ Auxiliary Verb থাকে am/is/are.
Passive করতে Auxiliary Verb am being/is being/are being হবে।
Present_Perfect_Tense:-
→ Active voice এ Auxiliary Verb থাকে have/has.
passive করতে Auxiliary Verb have been/has been হবে।
Past_indefinite_Tense:-
→ Auxiliary Verb নেই। Verb এর past form হয়।
Passive করতে Auxiliary Verb was/were ব্যাবহৃত হয়।
Past_Continuous_Tense:-
→ Active voice এ Auxiliary Verb থাকে was/ware.
Passive করতে Auxiliary Verb Was being/were being হয়।
Past_Perfect_Tense:-
→ Active voice এ Auxiliary Verb থাকে had.
passive করতে Auxiliary Verb had been বসে।
Future_indefinite_Tense:-
→ Active Voice এ Auxiliary Verb থাকে Shall/will.
passive করতে Auxiliary Verb Shall be/will be হয়।
Future_Continuous_Tense:-
→ Active voice এ Auxiliary Verb থাকে Shall be/will be.
Passive করতে Auxiliary Verb Shall be being/will be being হয়।
Future_Perfect_Tense:-
→ Active voice এ Auxiliary Verb থাকে Shall have/will have.
Passive করতে Auxiliary Verb Shall have been/will have been হয়।
সর্বপ্রথম কিছু উদাহরণ দিয়ে রুলস 01 ক্লিয়ার করার চেষ্টা করছি :-
যেমনঃ
• People of all ages enjoy the game. (active)
Sentence টি ভালো করে লক্ষ্য করতে হবে, উক্ত বাক্যে verb হলো "enjoy" কিন্তু Auxiliary Verb নেই সুতরাং এটি present indefinite Tense এ আছে। তাহলে নিয়ম অনুসারে কাজ করলে কি হয় দেখা যাক :-
প্রথমে Active voice এর Object আসবে অর্থাৎ The game......
এরপর একটা Auxiliary Verb আনতে হবে নিয়ম অনুসারে অর্থাৎ "is" হবে এবং প্রত্যেক সময় মূল Verb এর past participle form হয় সুতরাং enjoy এর past participle form "enjoyed" হবে।
তাহলে এতটুকুতে passive voice টি কি হলো দেখে নেওয়া যাক :-
The game is enjoyed........
শেষ অংশে by যোগে Object ( active এর Subject)
অর্থাৎ ...... by people off al ages.
সুতরাং পুরো Passive voice টি কি হলো দেখে নেওয়া যাক :-
• The game is enjoyed by people of all ages. (passive)
আরেকটা উদাহরণ দিলে বিষয়টা আরো পরিষ্কার হবে:-
যেমনঃ
• Tourists from home and abroad visit it's shore. (active)
নিয়ম অনুসারে কাজ করলে কি হবে:-
• It's shore is visited by tourists from home and abroad. (passive)
আরেকটা উদাহরণ দেই :-
যেমনঃ
• He was digging holes in several places. (active)
নিয়ম অনুসারে কাজ করতে হবে :-
• Holes were being dug in several places by him. (passive)

Rule_2:-
Active Voice এর কতিপয় Pronoun নিম্নরূপে Passive voice এর object এ পরিবর্তিত হয়।
যেমনঃ
Subject_form ....... Object_form
I ..................me.
we................ us.
you ................ you.
He.............. him.
she........... her.
They.......... them.
উদাহরণের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা যাক :-
যেমনঃ
• I glady accepted the invitation. (act)
নিয়ম অনুসারে কাজ করতে হবে :-
• The Invitation was gladly accepted by (me)
উক্ত active voice এর subject "I" এর পরিবর্তে passive voice এ Object রূপটি "me" হয়েছে।
[পরবর্তী আলোচনায় গুরুত্বপূর্ণ রুলসের ব্যখ্যা করা হবে, ধন্যবাদ]